বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজার গণহত্যাকে স্বীকার করে না, তাদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই কঠোর তদারকির অভাবে সুন্দরবন পুড়ে ছাই হচ্ছে : বাপা আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না: নুর বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের সভা ডেকেছেন শেখ হাসিনা সব সূচকে পিছিয়ে ঢাকা, বাসযোগ্যতায় দরকার রাজনৈতিক সদিচ্ছা বিএনপির বহিষ্কৃত নেতার কাছে ধরাশায়ী আ’লীগের ৫ নেতা কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় অগ্নিসংযোগ-গুলিবর্ষণ, আহত ৪ সিলেট থেকে ছেড়ে গেল বিমানের হজ ফ্লাইট চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান আইসিসির ওপর নিষেধাজ্ঞার আভাস যুক্তরাষ্ট্রের এফডিসিতে নিপুণের শাস্তির দাবিতে শিল্পীদের মিছিল বোরো ধানের ফলনে সন্তোষ, দামে হতাশ কৃষক তেহরানে ইব্রাহিম রাইসির জানাজা পড়ালেন আয়াতুল্লাহ খামেনি তরুণরা ব্যবসায় এগিয়ে এলে বিনিয়োগ নিয়ে পাশে থাকবে প্রাণ অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যে তিন দেশ হিমালয়সহ পাহাড়-পর্বত রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে লাল গোলাপের সাজে মোহনীয় লুকে ভাবনা এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড দুই দেশের কোনো বিষয় নয়: পররাষ্ট্রমন্ত্রী

আজ সিরিজে ফেরার ম্যাচ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ভুল শুধরে আজ সিরিচে ফিরতে চায় টাইগাররা। সে লক্ষ্যেই আজ তারা মােঠে নামবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তীরে এসে তরি ডুবেছিল টাইগারদের।

এক মোশাররফ রুবেলই যথেষ্ট ছিলেন ম্যাচ হারার জন্য। কেউ একজন একদিন খারাপ করতেই পারেন, তাই বলে তাকে নিয়ে এত আলোচনার কী আছে! দলটা যখন জাতীয় দল, আর পাইপলাইনে যখন নাসিরের মতো খেলোয়াড় আছেন, তখন আলোচনা না করলে যে কারো বিবেক যে নড়েচড়ে বসবে। হয়তো বিসিবির বাদে!

মোশাররফ রুবেল আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে বাংলাদেশি সমর্থকদের জ্বালা ধরাটাই স্বাভাবিক। তিনি আউট হয়ে যাওয়ার পর টিভি ধারাভাষ্যকার পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, ‘বাংলাদেশি সমর্থকদের জন্য এটি স্বস্তির ব্যাপার।’ এরপর ইংল্যান্ডের বিপক্ষে গোটা ম্যাচে যেভাবে নড়বড়ে হাত নিয়ে ফিল্ডিং করলেন, তার কোনো জবাব কারো কাছে ছিল না।

দ্বিতীয় ম্যাচের আগেরদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যা বললেন, তাতে যে কেউ ভাবতেই পারেন, ‘সিরিজে ফেরার ম্যাচেও নাসিরকে উপেক্ষা করা হবে।’ পাপন নিজেই বিকেলে প্রশ্ন তুলে দিলেন, ‘নাসির কার জায়গায় খেলবেন?’

কোনো দেশের বোর্ড সভাপতির সিরিজ চলাকালীন এভাবে বক্তব্য দেয়ার নজির খুব একটা নেই। পাপন অবশ্য মাঝে মাঝে এসব বলে থাকেন। পাপন নাসিরের ব্যাপারে উদাসীনতার কথা বললেও এখনই ধরে নেয়া যাচ্ছে না ‘নাসির দ্বিতীয় ম্যাচে নেই’। কেননা টিম মিটিংয়ে শেষ পর্যন্ত নাসিরের ব্যাপারে একটা সুরাহা হতে পারে বলে শোনা যাচ্ছে।

বাংলাদেশ আজ বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। এরপর ১২ অক্টোবর হোয়াইটওয়াশ ঠেকানোর চিন্তা করতে হবে। তার আগে হাথুরুসিংহে দলে কোনো অদলবদল আনেন কি না সেটাই দেখার বিষয়।

ইংল্যান্ড গরমে কাহিল। বাংলাদেশে আসার পর থেকেই তাদের এই অবস্থা। জ্যাসন রয় আর জনি ব্যারিস্টো নাকি ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। রয় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পান। আর ব্যারিস্টোর নিতম্বের পেশিতে টান ধরেছে। এছাড়া অভিষিক্ত নায়ক জ্যাক বল শেষ স্পেলে বল করতে এসে ব্যথা অনুভব করায় রাতেই ওষুধ খান। প্রথম ম্যাচে জ্যাক ৫ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের চিন্তা এখন এই তিনজনের সেরা ওঠা নিয়ে।

ইনজুরি নিয়ে বাংলাদেশের চিন্তা না থাকলেও অন্যদিক নিয়ে চিন্তার অন্ত নেই। শেষদিকে ব্যাটিংয়ের রোগ সারছে না। লেগ স্পিন মোকাবিলার দুর্বলতা প্রকট হচ্ছে। তাসকিন নিজের ফর্মে নেই। স্পিনার বলতে সাকিব যা একটু চেষ্টা করছেন। প্রস্তুতি ম্যাচে ভালো করলেও আসল লড়াইয়ে মুশফিক সেই খোলসের ভেতর। আর ফিল্ডিংয়ের ব্যথা তো ‘সর্বঅঙ্গে’।

লঙ্কান হাথুরু ওষুধ দিতে ‘ওস্তাদ’। কোথায় কী লাগাতে হবে, তা নিশ্চয়ই তিনি জানেন। কাল তার ওষুধে মান বাঁচে কী না, সেই প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে।
উত্তর তোলা থাকলো সময়ের হাতে!

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মোশাররফ রুবেল, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

বাংলা৭১নিউজ/এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com