বাংলা৭১নিউজ,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে জজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজার মার্কেটের একটি দোকানঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জজ মিয়া স্থানীয় উথারিয়াপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানঘর থেকে রক্ত বের হতে দেখে বাজার কমিটির নেতারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানঘর থেকে জজ মিয়ার পচন ধরা মরদেহ উদ্ধার করে। গত এক বছর ধরে জজ মিয়া বাড়িতে না গিয়ে ওই দোকানঘরেই থাকতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, জজ মিয়া হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।
বাংলা৭১নিউজ/জেআই