বাংলা৭১নিউজ,(ভোলা)প্রতিনিধি: ভোলায় ব্যবসা-প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ সময় ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা ছোট ভাই সজীব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সাথে জড়িত আব্বাস উদ্দিন নামের একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মত ফার্মাসি ব্যবসায়ী প্রবীর তার ঔষুধের দোকান (দীপরাজ ফার্মাসি) বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাদের্ উপর হামলা চালিয়ে ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এত দুই ভাই গুরুতর আহত হয়। ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার সাথে জড়িত ৪ জনকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বাকিদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস