বাংলা৭১নিউজ, ডেস্ক: মার্কিন সরকারের হয়ে গোপনে লাখো ব্যবহারকারীর ইমেইল অ্যাকাউন্টে নজরদারি করেছে প্রযুক্তিবিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইয়াহু।
মঙ্গলবার রাতে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে দাবি করা হয়, নজরদারি চালানোর জন্য গত বছর একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করেছিল ইয়াহু।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে ইয়াহু জানিয়েছে, ‘ইয়াহু আইন মেনে চলা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে প্রচলিত সব আইন মেনে চলে প্রতিষ্ঠান।’
উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে ইয়াহু জানিয়েছিল, হ্যাকাররা তাদের অনেক ব্যবহারকারীর তথ্য চুরি করেছে।
বাংলা৭১নিউজ/এন