বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. শরীফ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশে দাবি, নিহত শরীফ রোহিঙ্গা ডাকাত জকিরের অন্যতম সহযোগী ছিলেন। তিনি শালবাগান (২৬নং ক্যাম্প) রোহিঙ্গা ক্যাম্পের মো. সালামের ছেলে।
শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ডাকাত জকির তার সদস্যদের নিয়ে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় অস্ত্রসহ অবস্থান করার গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে টেকনাফ থানার এসআই জামশেদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত জকির তার সহযোগীসহ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল মো. আজিজ আহত হন।
পুলিশ পাল্টা গুলিবর্ষণ করে। একপর্যায়ে ডাকাত দল এলোপাতাড়ি গুলি করতে করতে পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শরিফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি, সাত রাউন্ড তাজা কার্তুজ এবং আট রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/পিআর