শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

এক হাজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষামন্ত্রণালয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: বছরের পর বছর একজন শিক্ষার্থী পাস করেনি বা নির্ধারিত আসনের এক-তৃতীয়াংশ আসন পূরণ করতে পারেনি এরকম প্রায় ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

রোববার সচিবালয়ের এই সংক্রান্ত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র জানায়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এসএসসি ও এইচএসসি ভর্তিতে নির্ধারিত আসনের এক-তৃতীয়াংশ এবং পরীক্ষায় অংশগ্রহণ করেও ১০ ভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি এরকম প্রতিষ্ঠানের তালিকা তৈরি শুরু করেছে শিক্ষামন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে গতকাল বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সেখানে দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রায় ১ হাজার প্রতিষ্ঠানের সম্ভাব্য তালিকা দেয়া হয় বিভিন্ন বোর্ড থেকে। গত কয়েক বছরের অভিযুক্ত প্রতিষ্ঠানের ভর্তি ও পাসের তথ্য নেয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশি এরকম প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হবে।

বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যুগের পর যুগ একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি কিংবা পরীক্ষা দিয়ে ৯০ ভাগের বেশি শিক্ষার্থী ফেল করছে। এদের দিনের পর দিন এভাবে চলতে দেয়া যায় না। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় এ বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, এসব প্রতিষ্ঠান পুরোপুরি রাজনৈতিক আশ্রয়ে অনুমোদন ও এমপিওভুক্তি হয়েছে। তিনি বলেন, নির্ধারিত শর্ত পূরণ না করায় বোর্ড তাদের অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নিলেও মন্ত্রণালয় শর্ত শিথিল করে দেয়। তখন বোর্ড বাধ্য হয়ে তাদের অনুমোদন দিতে বাধ্য হয়। এর মধ্যে কিছু প্রতিষ্ঠানে পুরোপুরি আর কিছু আংশিক এমপিওভুক্ত।

বেশির ভাগ প্রতিষ্ঠানের শিক্ষকেরা নিয়মিত বেতন পান। এ ধরনের প্রতিষ্ঠানে শিক্ষার্থী না থাকলেও শিক্ষক নিয়োগ করে লাখ লাখ টাকার বাণিজ্য হওয়ার অভিযোগ আছে। শতভাগ অনুত্তীর্ণ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কোনোটিতে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক-কর্মচারী বেশি বলে মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে। লেখাপড়ার পরিবেশ না থাকায় শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে ভর্তিও হতে চায় না।

বৈঠকে সবাই একমত হন, এসব প্রতিষ্ঠানকে এভাবে আর চলতে দেয়া যায় না। তাদের তথ্য দ্রুত সময়ে সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে।

বৈঠকে সৃজনশীল প্রশ্ন বাতিল এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার আন্দোলনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি কলেজ একভুক্ত হওয়া বিষয়টি আলোচনা হয়েছে। বিসিএস শিক্ষকদের কর্তব্যের অবহেলা, শুধু ঢাকা আসার প্রবণতার বিষয়গুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়াও শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের নৈতিকতার চরম অবক্ষয়, বিদেশ ভ্রমণ কমানো, শিক্ষা আইন, অ্যাক্রেডিটেশন কাউন্সিল, ইউজিসি আইন, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত ব্যবস্থা, উপজেলায় মাধ্যমিক শিক্ষা কমিটি গঠন ও নিয়মিত পরিদর্শনের জন্য নীতিমালা ও পদ্ধতি তৈরি অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় হস্তান্তর করায় সৃষ্ট সমস্যা/জটিলতা, অবকাঠামো উন্নয়নের প্রকল্প, সকল প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বৈঠকে বিশেষ আলোচনা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর সাধারণ ৮টি, মাদরাসা, কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। এরমধ্যে ৮৪৮টির সব শিক্ষার্থীই পাস করেছেন। অবশ্য একজন পরীক্ষা দিয়ে একজন পাস করেছেন, এমন কিছু প্রতিষ্ঠানও রয়েছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৫টি।

তার মধ্যে তিনটি ঢাকা বোর্ডের, আটটি রাজশাহী বোর্ডের, আটটি দিনাজপুর বোর্ডের, একটি যশোর বোর্ডের ও পাঁচটি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে। গত বছর ৫৬ প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী ভর্তি হয়নি। এর আগে বছর সংখ্যাও ছিল প্রায় এর কাছাকাছি।

বাংলা৭১নিউজ/সূত্র: মানবজমিন অবলম্বনে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com