বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধিঃ চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পাওয়ার টিলার (শ্যালোচালিত ইঞ্জিন) এর পাটাতনে বিশেষ ভাবে বক্সে করে ফেনসিডিল পাচারের সময় ৩৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ১টি পাওয়ারটিলার আটক করেছে বিরামপুর থানা পুলিশ। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আজ শনিবার দুপুরে উপজেলার কেটরাহাট তিন মাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই (শ্যালোচালিত ইঞ্জিন) পাওয়ারটিলারটি আটক করা হয়। বিরামপুর থানার (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, শনিবার দুপুরে পাওয়ারটিলারের পাটাতনে ভেতর বিশেষ কায়দায় বক্স করে ফেনসিডিল পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেটরা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, পাওয়ার টিলারটি কেটরা বাজার এলাকায় আসলে পুলিশকে দেখে চালক পালিয়ে যায়। পরে সেটি তল্লাশি করে ৩২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে এর সঙ্গে জড়িদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বাংলা৭১নিউজ/জেএফ