বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

খুলনায় ঝোড়ো হাওয়া, আশ্রয়কেন্দ্র ফাঁকা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি:  ঘূর্র্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় জেলা খুলনার আকাশে আজ বুধবার সকাল থেকেই কালো মেঘ। কখনো ঝিরঝিরি, কখনো টিপটিপ বৃষ্টি পড়ছে। বেশ জোরে ঝোড়ো বাতাস বইছে। সংকেত ৭ থেকে বেড়ে ১০ হয়েছে। ওড়ানো হয়েছে তিন পতাকা। তবে আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা। লোকজনের আশ্রয়কেন্দ্রে যাওয়ার তোড়জোড় নেই।

সকাল সাড়ে সাতটার দিকে দাকোপের বাণীশান্তা পিনাকপানি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবন খোলা। সামনে একটি প্লাস্টিকের ড্রামে পানি ও সাবান রাখা আছে। তবে কোনো লোকজন নেই।

সেখানে উপস্থিত স্থানীয় সিপিপির সদস্য স্বরূপ কুমার গাইন বললেন, সারা রাত টিপটিপ বৃষ্টি হয়েছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। আবার কালো মেঘের ফাঁকে এক ঝলক রোদের দেখাও মিলছে। এই মেঘ, এই রোদ। ঝোড়ো বাতাস বইছে।

কথা বলতে বলতেই স্বরূপ গাইনের মুঠোফোন বেজে ওঠে। বললেন, আগে দুইটা পতাকা তোলা আছে। এখন সংকেত বেড়ে ১০ হয়েছে। তাই পতাকা আরেকটা তুলতে হবে। এর পরই তিনটি পতাকা উঠে যায়।

দাকোপের বাণীশান্তা পিনাকপানি বিদ্যালয়ের (আশ্রয়কেন্দ্র) ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ওই ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সঞ্জীব কুমার মণ্ডল সকাল সাড়ে সাতটার দিকে বলেন, আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। মাইকিং হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে দুৃ–একজন আশ্রয়কেন্দ্রে এসেছিলেন। কিছুক্ষণ পর আবার চলে গেছেন। সকালে এখনো কেউ আসেনি। তবে খিচুড়ি রান্নার প্রক্রিয়া চলছে। স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা চালানো হবে। সাবানপানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মাস্ক পরে আসতে বলা হয়েছে। যদি কারও না থাকে, তবে ব্যবস্থা করা হবে।

সামাজিক দূরত্ব মেনে চলানোর চেষ্টা করা হবে। প্রত্যেককে দুই হাত দূরে থাকতে হবে। একই পরিবারকে এক জায়গায় রাখার চেষ্টা চালানো হবে। সবকিছু মেনে চলানোর জন্য স্বেচ্ছাসেবকেরা সচেষ্ট থাকবেন।

খুলনার দাকোপের বানীশান্তা পিনাকপানি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র ফাঁকা পড়ে আছে। আজ বুধবার সকাল পর্যন্ত যেখানে আশ্রয়ের জন্য কেউ আসেননি। বাণীশান্তা ইউনিয়নের আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সকালে কোনো মানুষ ছিল না। সকালে ওই বিদ্যালয়ের দপ্তরি ভুপেষ রায় মুঠোফোনে বলেন, রাতে কয়েকজন লোক আশ্রয়কেন্দ্রে এসেছিল, আবার রাত ১০টার দিকে সবাই চলে গেছে। আজ সকালে তিন পতাকা তোলা হয়েছে। তবে লোকজন এখনো আসেনি।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াদুদ  বলেন, দাকোপে ১০৮টি আশ্রয়কেন্দ্র এবং আরও ৬৪টি বিদ্যালয় সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। খাবার রান্না করে দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে ১০০ কেজি চাল, ১০কেজি ডাল এবং ১ হাজার নগদ টাকা দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, ‘সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করা হবে। সাবান ও পানি থাকছে। আর মাস্ক এরই মধ্যে সবার কাছে আছে। আগেই অনেক মাস্ক সরবরাহ করা হয়েছিল। মাস্ক পরে আসতে বলা হয়েছে। সবাই আগের চেয়ে সচেতনেও হয়েছে আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে চলা কঠিন, তবে চেষ্টা করা হবে। বাইরের জেলার কেউ থাকলে তার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com