বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

রাজশাহীজুড়ে আরও ১২ জনের করোনা শনাক্ত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী বিভাগে আরও ১২ জনের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাস ধরা পড়েছে। এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৬১ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২ জনের মধ্যে ১১ জনই বগুড়া জেলার বাসিন্দা। অন্যজন নাটোরের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন জয়পুরহাটের ১৫ করোনা রোগী। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া নতুন ১০ জনের বাড়িও এই জেলাতেই।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৮৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ রোগী। আর বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখনও দুই জনেই আটকে রয়েছে।বুধবার দুপুরে স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দিনে দিনে রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি জটিল হচ্ছে। এখন করোনাভাইরাসের কমিউনিটি সংক্রমণ পর্যায় চলছে। এই অবস্থায় প্রত্যেককে সর্বোচ্চ সর্তক হতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। সবসময় জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, বিভাগে এখনও সর্বোচ্চ করোনা সংক্রমণ ধরা পড়েছে জয়পুরহাটে ৭১ জন। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখানকার ১৫ করোনা রোগী। এখনও হাসপাতালে আছেন ৬৬ জন।

৭০ জনের করোনা ধরা পড়েছে নওগাঁ জেলায়। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত নওগাঁর ১০ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ করোনা রোগী।

বগুড়ায় করোনা শনাক্ত হয়েছে ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১১ জনের। তবে সুস্থ হয়েছেন এই জেলার আট করোনা রোগী। আর হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন।

রাজশাহীতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। গত কয়েকদিন ধরেই করোনা শনাক্ত হয়নি এই জেলায়। করোনা জয় করে বড়ি ফিরেছেন এখানকার তিন করোনা রোগী। হাসপাতালে রয়েছেন আরেকজন। বিভাগের প্রথম করোনা রোগী মারা গেছেন এই জেলায়।

চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় করোনা রোগীর সংখ্যা এখন ১৬ জন করে। গত ২৪ ঘণ্টায় পাবনায় এক জনের করোনা ধরা পড়লেও চাঁপাইনবাবগঞ্জে নতুন করোনা রোগী নেই। করোনা জয় করেছেন পাবনার এক রোগী।

এ পর্যন্ত নাটোরে ১৩ জন এবং সিরাজগঞ্জে ৬ জনের করোনা ধরা পড়েছে। বিভাগে দ্বিতীয় করোনায় মৃত রোগীর বাড়ি নাটোরে। সিরাজগঞ্জে করোনায় কোনো রোগী মৃত্যুর খবর নেই। এই দুই জেলায় করোনা থেকে কোন রোগী সুস্থ হওয়ারও খবর পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/এফএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com