শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও আটকের ঘটনা বেড়েছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৯ মে, ২০২০
  • ১০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে করোনা সংক্রমণের মহামারীকালে এ সংশ্লিষ্ট মন্তব্য বা ঐসব মন্তব্য শেয়ার করার অপরাধে গত অল্প কয়েকদিনেই ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে মামলা, আটক ও কারাগারে প্রেরণের ঘটনা ব্যাপক হারে বেড়েই চলেছে।

কর্তৃপক্ষীয়ভাবে সরকার বা তাদের ভাষায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুন্ন এবং কথিত গুজব ছড়ানোর অভিযোগে বুধ এবং বৃহস্পতিবার অন্তত ৪ জন সাংবাদিকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা ও ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে ঐ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে। ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টকে স্বাধীন মতামত এবং বাক-স্বাধীনতা খর্বকারী আইন হিসেবেই গণ্য করা হয়ে থাকে।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম সংক্রান্ত নজরদারী সংস্থা ‘আর্টিকেল নাইনটিন’-এর তথ্য মতে, এ বছরে বিশেষ করে করোনা সংক্রমণ সময়কালে অর্থাৎ এপ্রিল ও মে মাসে অনন্ত ২৫ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে মামলা দেওয়া হয়েছে। মে মাসেই আটক করা হয়েছে ৮ জন সাংবাদিককে। সংস্থাটির তথ্য মতে, শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ঐ আইনে মামলা ও আটক করা হয়েছে এ বছরেই।

বাংলাদেশে নিযুক্ত অন্তত ৯ জন বিদেশি রাষ্ট্রদূত বৃহস্পতিবার পৃথক পৃথক টুইট বার্তায় জনস্বাস্থ্য রক্ষায় বস্তুনিষ্ঠ ও স্বাধীন গণমাধ্যম জরুরি বলে উল্লেখ করেছেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক টুইট বার্তায় বলেছেন, স্বাধীন গণমাধ্যমের দেওয়া বস্তুনিষ্ঠ এবং ঘটনানির্ভর তথ্যপ্রবাহ সবদেশেই জনস্বাস্থ্য রক্ষার জন্য জরুরি।

কোভিড-১৯ সংকটকালে মতপ্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের স্বাধীনতাকে খর্ব করা যাবে না বলে তিনি ঐ বার্তায় উল্লেখ করেছেন। এছাড়াও প্রায় একই মতামত তুলে ধরে টুইট বার্তা দিয়েছেন, জার্মানী, জাপান, কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ। এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ ওয়াচ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের মাধ্যমে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।

বর্তমানে সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরে বাধা সৃষ্টি, মামলা, আটক ও কারাগারে প্রেরণের তীব্র নিন্দা জানিয়েছেন নজরদারী সংস্থা টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজামান।

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের অপব্যবহার হচ্ছে বলে মনে করেন সাংবাদিক নেতা এবং একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল।

বাংলাদেশ সম্পাদক পরিষদ এক বিবৃতিতে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের অপব্যবহার এবং কয়েকজনকে অতি সম্প্রতি আটক ও মামলা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: ভোয়া

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com