বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

মেসি-বিহীন বার্সার কষ্টের জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: জার্মানি থেকে জয় নিয়েই ফিরেছে মেসি-বিহীন বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে অবশ্য বেশ কষ্ট করেই জয় পেতে হয় সুয়ারেস-নেইমারদের।

বুধবার রাতে বরুসিয়া পার্কে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে বার্সার হয়ে গোল দুটি করেন আর্দা তুরান ও জেরার্দ পিকে।

অবশ্য ম্যাচের শুরুতেই নেইমার ও লুইস সুয়ারেস সহজ সুযোগ নষ্ট না করলে হয়তো সহজ জয় পেতো লুইস এনরিকের দল।

সপ্তম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগটি নেইমার নষ্ট করেন ডি-বক্সের মাঝ থেকে গোলরক্ষক ইয়ান সমার বরাবর শট নিয়ে। চার মিনিট পর সুয়ারেসের মাথায় হাত! কাছ থেকে উরুগুয়ের এই স্ট্রাইকারের ভলি বাঁক না খেলে গোলে ঢুকতে পারতো। ২১তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন সুয়ারেস।

৩৪তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় মনশেনগ্লাডবাখ। মিডফিল্ডার মাহমুদ দাহুদ বল নিয়ে এগিয়ে বাঁয়ে বাড়ান রাফায়েলকে। ব্রাজিলের এই মিডফিল্ডারের নীচু ক্রস থেকে গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন ১০ নম্বর জার্সিধারী টরগান হাজার্ড।

ম্যাচের ৬৫তম মিনিটে বদলি ফুটবলার তুরান প্রথম সুযোগটাই কাজে লাগান। নেইমারের বাড়ানো বলে কাছ থেকে তুরস্কের অধিনায়কের জোরালো ভলি আর রুখতে পারেনি গোলরক্ষক।

৭৪তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পিকে। নেইমারের কর্নার থেকে সুয়ারেসের জোরালো শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও, ফিরতি বল জালে পাঠিয়ে দেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে রক্ষণাত্মক খেলা স্বাগতিকরা পরে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

‘সি’ গ্রুপে দুই ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬। গ্রুপের অন্য ম্যাচে সেল্টিকের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা ম্যানচেস্টার সিটি ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

বাংলা৭১নিউজ/এস এন সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com