বাংলা৭১নিউজ,(খুলনা)প্রতিনিধিঃ খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত দু’জন হলেন, বাগেরহাট জেলার মোংলার কবির আহমেদ (৭০) ও মাগুরা সদর উপজেলার মো. আনসার (৫০)।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সোমবার দুপুর ২টার দিকে বাগেরহাটের মোংলার কবির আহমেদকে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৩টার দিকে তিনি মারা যান। তিনি সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। অপরদিকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় মো. আনসারকে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদর উপজেলায়।
তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর