বাংলা৭১নিউজ,(মংলা)প্রতিনিধিঃ মংলায় করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধা। তিনি গত ৫ দিন আগে নারায়নগঞ্জ থেকে মংলায় আসেন। শহরের নতুন কলোনীর বাড়িতে প্রথমে তাকে হোম কোয়ারেন্টাইন রাখা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে করোনা ভাইরাস সন্দেহে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, অসুস্থ্য ওই বৃদ্ধার শরীরে জ্বর ও মাথা ব্যাথা সহ করোনার উপসর্গ রয়েছে। শনিবার তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেলে পাঠানো হবে।এর পরেই বলা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা। ঢাকা,নারায়নগঞ্জ,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে আত্নগোপনে থাকে ।এর মধ্যে বেশ কিছু লোককে প্রশাসন ঘরে ও হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় ।
বাংলা৭১নিউজ/এফএইচ