বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের দাড়িয়ারপাড় গ্রামে পুত্রের হাতে পিতা আ. খালেক (৭৫) খুন হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার তিন ঘণ্টার মধ্যে ঘাতক পুত্রকে ভালুকা উপজেলা থেকে গ্রেপ্তার করেছেন ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না।
এলাকাবাসী জানায়, দাড়িয়ারপাড় গ্রামের আ. খালেকের পুত্র লিটন মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যে তার স্ত্রী ও পিতাকে মারপিট করে। প্রায় ৪ বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। শুক্রবার বিকালে প্রতিবেশী ফরহাদ হোসেন লিটনকে মারপিট করে। এ ঘটনায় শনিবার সকালে বাড়ি থেকে দা নিয়ে ফরহাদ হোসেনকে মারতে বের হলে সত্তরোর্ধ্ব পিতা বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পিতাকে কুপিয়ে হত্যা করে।
ফুলবাড়িয়া থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলেন, ঘাতক পুত্রকে ভালুকা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যা মামালা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এফএ