বাংলা৭১নিউজ,(নওগাঁ)প্রতিনিধিঃ কয়েকদিন পরই সোনালি ফসল বোরো ধান কৃষকের ঘরে ওঠার কথা ছিল। কিন্তু সেই সোনালি ফসল বিষাক্ত কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ (মন্ডলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২০ এপ্রিল) থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক আলেক উদ্দিন।
জানা গেছে, নানাইচ গ্রামের পশ্চিম মাঠে ৫০ শতাংশ জমিতে বোরো ধান রোপণ করেছিলেন কৃষক আলেক উদ্দিন। কিছুদিন পর এই ধান ঘরে ওঠার কথা ছিল তার। রোববার (১৯ এপ্রিল) রাতে প্রতিবেশী মৃত কলিম উদ্দিন মন্ডলের ছেলে বুলু মিয়ার নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত ওই জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করেছেন বলে অভিযোগ করেন কৃষক আলেক উদ্দিন।
সোমবার সকালে বিষাক্ত কীটনাশকে পুড়ে যাওয়া ধানগাছগুলো সূর্যের আলোতে ঝলমল করেছিল। এছাড়া ধানের শীষগুলো সাদা এবং সোনালি রঙ ধারণ করে মরে যায়। দূর থেকে দেখে মনে হয় ধান পাকতে শুরু করেছে। এতে কৃষক আলেক উদ্দিনের প্রায় ২৮ হাজার টাকা ক্ষতি হয়েছে।
ওই জমি নিয়ে বুলু মিয়া তার ভাই রফিকুল এবং দেলোয়ার হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। চলতি বছরে ১৬ ফেব্রুয়ারি ধামইরহাট থানায় আলেক উদ্দিন ওই জমি ভোগদখল করতে পারবেন মর্মে দুই পক্ষের মধ্যে লিখিত হয়। কিন্তু আড়াই মাস না যেতেই বুলু মিয়া গং ওই জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে ধান পুড়িয়ে দিয়েছেন।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, এ বিষয়ে কৃষক আলেক উদ্দিন থানায় জিডি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এফএস