বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি পণ্য ক্রয়ে উপচে পড়া ভীড় মানছেন না কেউ সামাজিক দূরত্ব। টিসিবি পণ্য বর্তমান বাজার অপেক্ষা দাম কম হওয়ায় নারী পুরুষ লাইন ধরে টিসিবি পণ্য ক্রয় করতে দেখা গেছে। টিসিবি পণ্য ক্রয়ে কোন রকম সামাজিক/শারীরিক দূরত্ব মানা হচ্ছে না।
টিসিবি পণ্য বর্তমান বাজার দরের চেয়ে কম হওয়ায় মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে, তবে কেউ মানছেন না সামাজিক দূরত্ব। ১৮ এপ্রিলে চাটমোহর সরকারি ডিগ্রী কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ৪শত জনের মধ্যে এই পণ্য বিক্রি করা হবে বলে জানা গেছে। তবে এখানে যে সংখ্যক ক্রেতা রয়েছেন তার চেয়ে পণ্য কম আছে।
অনেককে পণ্য ক্রয় না করেই ফেরত যেতে হবে। একজন একবারে ৭শত টাকার পণ্য ক্রয় করতে পারবেন। এর মধ্যে রয়েছে চিনি কেজি প্রতি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা এবং মশুরের ডাল প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকায় অনেকে টাকা নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে যাচ্ছেন। ক্রেতাদের ভীড়ের কারণে কেউ মানছেন না সামাজিক দূরত্ব।
বাংলা৭১নিউজ/ইউআর