বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: নারায়নগজ্ঞ থেকে পাবনার চাটমোহরে আসা ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ভিটাপাড়া গ্রামে নারায়নগঞ্জ থেকে আসা এক ব্যক্তির বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
বুধবার ওই গ্রামের আব্দুল আলীর ছেলে রেজাউল করিম (৩৫) নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন। এনিয়ে গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন চৌকিদার পাঠিয়ে রেজাউলকে ঘরবদ্ধ করেন। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম রেজাউল করিমের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং নমুনা সংগ্রহ করেন।
একই সাথে রেজাউল করিমের বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেআই