বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম ট্রাকে করে কাঁচা বাজার নিয়ে মানুষের দ্বারে দ্বারে উপস্থিত হচ্ছেন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও বাজারে গমন নিরুৎসাহিত করার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি প্রায় দিন বিনামূল্যে কাঁচাবাজার বিতরণের জন্য ট্রাকে করে মানুষের দরজার হাজির হচ্ছেন।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম তাঁর উপজেলায় যেন করোনাভাইরাস সংক্রমণ না হয় সেজন্য তিনি মানুষকে ঘরে থাকতে অনুরোধ করেছেন এবং বিশেষ করে গরীব মানুষ যেন কাঁচা বাজারের সমস্যায় না পড়ে তার জন্য এই উদ্যোগ নিয়েছেন।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নিজে ট্রাকের উপর উঠে নিজ হাতে গবীর ও অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন কাঁচা বাজার।
কোরনাভাইরাসে মানুষকে সহযোগিতা করার জন্য আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলামের ব্যতিক্রম উদ্যোগকে মানুষ সাধুবাদ জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেআই