বাংলা৭১নিউজ,বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অমান্য করায় পঞ্চগড়ের বোদা উপজেলার নগরকুমারী বাজার সহ বিভিন্ন হাট বাজারে ২৪ জন ব্যক্তিকে ছয় হাজার তিনশত জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বোদা নগরকুমারী বাজার সহ বিভিন্ন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ আল হাসান।
সরকারি আদেশ অমান্য করায় ২ জন দোকানদার ও ২২ জন পথচারীকে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও সেনাবাহিনীর টহল দল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ আল হাসান বলেন, সরকারি আদেশ অমান্য করে অকারনে বাজারে ঘোরাফেরার জন্য তাদেরকে জারিমানা করা হয়।
বাংলা৭১নিউজ/এমআর