রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

মিল্ক ভিটা’র সাথে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের ছাড় দেয়া হবে না : রাঙ্গা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ‘মিল্ক ভিটা’র সাথে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের কোন ছাড় দেয়া হবে না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’দেশে দুগ্ধ বিপ্লবের শুভ সূচনা করে উল্লেখ করে তিনি বলেন, ‘কতিপয় অসৎ সমবায়ীর কারণে এটি কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। তাই এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোন দুর্নীতিবাজকেই ছাড় দেয়া হবে না। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ বুধবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীন বিভিন্ন সংস্থার প্রকল্পগুলোর পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে প্রকল্পটির কার্যক্রম চালিয়ে নেয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য তিনি আন্দোলনকারীদের শান্ত থাকার পরামর্শ দেন।

মসিউর রহমান রাঙ্গাঁ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বেহাত সম্পত্তি উদ্ধারে আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।

তিনি জনকল্যাণে প্রকল্পের আওতাভুক্ত সমিতি ও উপকারভোগীগের নাম, ফোন নম্বরসহ ঠিকানা স্ব-স্ব প্রকল্পের ওয়েব সাইটে প্রকাশ এবং নির্দেশিকা আকারে মুদ্রণের পরামর্শ দেন।

এ সভায় ড. প্রশান্ত কুমার রায় প্রকল্পের কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা, শূন্য পদ পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর কর্মসূচিকে এগিয়ে নিতে প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সৎ, দক্ষ ও আন্তরিক হতে হবে।
উল্লেখ্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ২০১৫-১৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সার্বিক অগ্রগতির হার ৯৯ দশমিক ১৮ শতাংশ বলে এ সভায় জানানো হয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com