বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তির ১ ঘণ্টা পরই এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম বুলবুল।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রামেকের ৩৯ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। তবে তিনি করোনা সংক্রমিত কী না তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃত বুলবুলের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ জানান, শ্বাসকষ্ট নিয়ে বুলবুল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তার অ্যাজমা ছিল। তাকে চিকিৎসা দেয়ার সুযোগ হয়নি।
তিনি আরও জানান, বুলবুলের শরীরে করোনার উপসর্গ ছিল কী না সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রাতেই তার মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।
বাংলা৭১নিউজ/পিআর