বাংলা৭১নিউজ,(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার বিভিন্ন উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে নিম্নআয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ত্রাণ বিতরণ করা হয়। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামে এসব ত্রাণ পৌঁছে দেন।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি আলু, ও লবণ। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু বলেন, সরকারিভাবে প্রথম পর্যায়ে সাঘাটা উপজেলার ১১০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মতিন বলেন, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলা এবং গাইবান্ধা পৌরসভায় ইতোমধ্যে ১৩১৮ দরিদ্র পরিবারের মাঝে ১৩ মেট্রিক টন চাল ও নগদ ৫৫ হাজার ৯০০ টাকা বিতরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর