বাংলা৭১নিউজ,ঢাকা: করোনাভাইরাস বিশ্বের সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে। প্রিয় পৃথিবী আজ এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি।এই ভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল।সারা বিশ্ব আজ বিচ্ছিন্ন। মানুষ যে যার মত ঘরে স্বেচ্ছায় বন্দী। বিশ্ব অর্থনীতি আজ চরম দূরাবস্থার মধ্যে। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের সংবাদপত্র অনিচ্ছা সত্ত্বেও বন্ধ করে দেওয়া হচ্ছে। খোদ ভারতে বহুল জনপ্রিয় পত্রিকা ‘আজকাল’ বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাদের অনলাইন ভার্সন চালু রেখেছে। আজ বন্ধ হয়ে গেল বাংলাদেশের পাঠক নন্দিত ও জনপ্রিয় পত্রিকা ‘মানবজমিন’। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন চালু রাখা হবে। এই দূরাবস্থার শেষ কোথায় তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।
মানবজমিন বন্ধের ঘোষনাটি হুবহু তুলে ধরা হলো:
প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের প্রিয় পৃথিবী আজ এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। আমাদের দেশেও আঘাত হেনেছে এ ভয়াল ভাইরাস। চারদিকে উদ্বেগ-আতঙ্ক। চলছে অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতেও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন আমাদের কর্মীরা। এজেন্ট ও হকাররাও রয়েছেন ঝুঁকির মুখে। সংবাদপত্র বিপণন ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয়।
আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেই।এ কারণেই আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা থেমে থাকবো না। মানবজমিন অনলাইন সংস্করণ চালু থাকবে পুরোদমে (www.mzamin.com)। প্রতিমুহূর্তে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সর্বশেষ খবর। নিশ্চয়ই এ ঘোর অন্ধকার কেটে যাবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা দ্রুত ফিরে যাবো মুদ্রণ সংস্করণে। পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ আপনারা আমাদের পাশে থাকুন। ২২টি বছর যেমন ছিলেন।
সবাই ভালো থাকুন
মতিউর রহমান চৌধুরী
প্রধান সম্পাদক