শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

যশোরে সাড়ে ৫ হাজার প্রবাসীর বাড়িতে লাল পতাকা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৮৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,বেনাপোল(যশোর)প্রতিনিধি: করোনা সতর্কতায় যশোরে বিদেশফেরতদের ৫ হাজার ৫৭৩জনের বাড়িতে লাল নিশানা টাঙানো হয়ছে। বাড়িতে লাল পতাকা টাঙানোর কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল থেকে যশোর সদরের উপশহর ইউনিয়নের বিভিন্ন ব্লকের বাড়িতে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে গ্রামপুলিশ সদস্যরা এই লাল নিশানা টাঙিয়ে দেন।

ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটু জানান, স্থানীয় লোকজন যেন জানতে পারেন, এ বাড়িতে বিদেশফেরত রয়েছে। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আর সাধারণ মানুষ যেন সেই বিষয়ে সর্তকতা অবলম্বন করে চলতে পারেন।

তিনি বলেন, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং তার দেওয়া তালিকা অনুযায়ী এ কার্যক্রম চলছে। আজ ইউনিয়নের ১১ বাড়িতে লাল পতাকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যগুলোয় টাঙিয়ে দেব।

জানতে চাইলে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান বলেন, বিদেশ থেকে যারা এসেছেন, বিশেষ করে যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার দরকার তেমন লোকদের বাড়িতে এই লাল নিশানা টাঙানো হচ্ছে। আমরা ইতোমধ্যে সেইসব মানুষের তালিকা ইউপি চেয়ারম্যানদের কাছে পাঠিয়ে দিয়েছি। ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান এবং ওয়ার্ড পর্যায়ে মেম্বরদের প্রধানকে কমিটি করা হয়েছে। তারাই পাড়া-মহল্লা পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মাদ মাহমুদুল হাসান বলেন, গত ৯ থেকে ১৮ মার্চ যারা বিদেশ থেকে এসেছেন, বিশেষ করে যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের বাড়িতে লাল নিশানা টাঙানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর জেলার ৫ হাজার ৫৭৩জনের বাড়িতে এ লাল নিশানা টাঙানো হবে। এর মধ্যে যশোর সদরে ২ হাজার ২৮৫, অভয়নগরে ৭৫৬, বাঘারপাড়ায় ৩১৯, চৌগাছায় ২০৩, ঝিকরগাছায় ৫২১, কেশবপুরে ৩১৮, মণিরামপুরে ৫৩৯, শার্শায় ৬৩২ বাড়িতে এ লাল নিশানা লাগানো হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com