বাংলা৭১নিউজ, ডেস্ক: জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করছে ভারত। এই ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে উল্লেখ করেছেন।
গতকাল ভোরে উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া সফর বাতিল করেন রাজনাথ সিং। এই ঘটনার পর টুইটারে তিনি লিখেছেন, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গ্রুপকে পাকিস্তানের নিয়মিত ও সরাসরি সমর্থনে আমি গভীরভাবে হতাশ।
তিনি আরও লিখেছেন, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র। এটি চিহ্নিত ও বিচ্ছিন্ন হওয়া উচিৎ।
এই ঘটনার পর রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, উরিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। আমি পুরো জাতিকে আশ্বস্ত করছি যে, এই ঘৃণ্য হামলার সঙ্গে জড়িতরা শাস্তি পাবে।
দেশটির কেন্ত্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইটারে লিখেছেন, উরিতে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীরা শাস্তি পাবে। এই ঘটনায় যে সেনাসদস্যরা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার চিন্তা ও প্রার্থনা রইল।
গতকাল ভোরে জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় ১৭ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়। এই ঘটনায় আহত হয় ৩৫ জন।
বাংলা৭১নিউজ/সিএইস