বাংলা৭১নিউজ,(বেনাপোল)প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মাহামুদ আলীপুর গ্রামের একটি খেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। তবে এখন পর্যন্ত পুলিশ তাঁর নাম পরিচয় জানতে পারেনি।
পুলিশ জানায়, আজ সকালে গ্রামের খেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। গোলাপি রঙের একটি ওড়না দিয়ে তাঁর মাথা বাঁধা ছিল। তাঁর গলা ও মুখে রক্তের দাগ আছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ