রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে পারবে যারা : ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী; স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী; এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)।

যেভাবে আইডিয়া জমা দিতে হবে 

১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে—আইডিয়ার শিরোনাম, বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা, আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লাখ টাকা), প্রত্যাশিত প্রভাব, প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য।

আগামী ৮ জুলাই ২০২৫ তারিখের নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিতে হবে। এছাড়া জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ : দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান, বা যেকোনো উদ্ভাবনী ধারণা

বাস্তবায়নের প্রক্রিয়া

নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রেরণকারী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সব আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com