বাংলা৭১নিউজ,(হিলি)প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ৩ হাজার ৯ শত পিচ ইয়াবাসহ আব্দুল হাকিম (৫৫) নামের ১ জনকে আটক করছে বিজিবি সদস্যরা। হিলি বাসুদেবপুর ক্যাম্পে কমান্ডার সুবেদার চাঁন মিয়া জানান, আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি ভারত থেকে মাদকের বড় চালান আসতেছে।
এমন সংবাদ পেয়েবিজিবি নায়েক হুমায়ুন কবির ও সিপাহী মুরাদ হোসেন রায়ভাগ ২৮৬/১৪ এস পিলারের ১০ নং পোষ্টে আব্দুল হাকিম (৬০) কে আটক করেন। তার শরীর তল্লাশি করে ৩ হাজার ৯ শত ৮০ পিচ ইয়াবা ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত আব্দুল হাকিম উপজেলার চেংগ্রামের আব্দুল হামিদের ছেলে। আটককৃত ইয়াবার বাজার মুল্য ১২ লাখ টাকা । এ ব্যাপারে হাকিমপুর থানায় মামলা হয়েছে। আব্দুল হাকিম জানায়, ইয়াবার মালিক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুৃরিয়া দিঘি রতনা গ্রামের আনেছ আলী। সে ১ হাজার টাকার বিনিময়ে ইয়াবা গুলো নিয়ে আসেন।
বাংলা৭১নিউজ/এফআর