সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত অন্তত ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ইশরাকের বক্তব্য নাসীরুদ্দীনের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলের: সারজিস প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১, হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হয়েছে ৪ জনকে ইলিশের দাম বেশি হওয়ার কারণ সরবরাহ কম ও চাঁদাবাজি : উপদেষ্টা জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা সারের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে যোগ্যদের বিবেচনায় নেয়া হবে : কৃষি উপদেষ্টা সনদ বাস্তবায়নে দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান আলী রীয়াজের

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, দগ্ধ একই পরিবারের ৩ জন

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যশোরে ঝিকরগাছায় এসিড নিক্ষেপে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। এর মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছে। ভুক্তভোগী পরিবারটি বলছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপের এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদখালীতে এসিড হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

ভুক্তভোগী নারীর চাচা আব্দুর রহমান জানান, বছর চারেক আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় রিপার। এরপর থেকে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন এ নারী। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে রিপা। এতে ক্ষিপ্ত হন জসিম।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে জসিম। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন। তাদের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে মিা, ছেলে ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, ‘এসিডে শিশু ইয়ানূরের পাসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার মা ও বোন আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com