বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই বোতল ফেনসিডিলসহ আটকের পর পুলিশ হেফাজতে জাহিদ হাসান (৪০) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাহিদ হাসান দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের লাল মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
পুলিশ জানায়, শনিবার বিকেলে দামুড়হুদা থানার টহল পুলিশের একটি দল উপজেলার জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। এরপরই জাহিদ হাসান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, আটক জাহিদ হাসান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএইচ