বাংলা৭১নিউজ,(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার নাম ইসমাইল হোসেন কালু (৩২)।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আটক ইসমাইল হোসেন কালু দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ১২/১৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে ভারতের কাঁটাতারের ওপর দিয়ে গরু পারাপার করছিলেন।
এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ইসমাইলকে তারা ধরে নিয়ে যায়।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তারা কোনো সাড়া দেয়নি। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এফআর