বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: অস্ত্র বেচা কেনার সময় বেনাপোলের সাদিপুর সীমান্তবর্তী একটি আবাসিক হোটেল থেকে রোববার রাতে ১টি বিদেশী নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলিসহ সবুজ মিয়া (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
রাত সাড়ে দশটার দিকে বেনাপোল সাদিপুর সীমান্তবর্তী সুমাইয়া হোটেল থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। নাটক সবুজ মিয়া ঢাকার ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বেনাপোলর সাদিপুরস্থ সুমাইয়া হোটেলে অস্ত্র বেচা কেনা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল,দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি সহ সবুজ মিয়াকে হাতে নাতে আটক করে।
আটক সবুজ মিয়ার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি