বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবুর রহমান (৪৭) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা কৌড়াখালি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হাবিব ওই এলাকার আশ্রাফ আলী সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিবাদমান জমিতে মাটি কাটতে যান হাবিব। তখন তার চাচাতো ভাই কাওছার ও আব্বাস এতে বাধা দেন। হাবিব তারপরও মাটি কাটা বন্ধ না করলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্বাস ও কাওসারের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ জানান, চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এমএস