বাংলা৭১নিউজ, ঢাকা: চলতি বছরের গত আগস্ট মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এক কোটি ৩৩ কোটি ৯৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে। আজ শনিবার বিকালে বিজিরি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ছয় লাখ ৬২ হাজার ৫৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ হাজার ৫৪ বোতল ফেনসিডিল, এক হাজার ৬৩৫ কেজি গাঁজা, ২২ হাজার ১৩৮ বোতল বিদেশী মদ, চার কেজি ৩২৮ গ্রাম হেরোইন, ছয় হাজার ৮০৯টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৩ লাখ ৩৫ হাজার ৭০৯ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৪ হাজার ১৯১ টি শাড়ি, চার হাজার ৪৭০ টি থ্রিপিস,শার্টপিস, সাত হাজার ৯১৮ মিটার থান কাপড়, দুই হাজার ৯১৭ সিএফটি কাঠ, এক কেজি ৩২৯ গ্রাম স্বর্ণ, দুইটি তক্ষক এবং দুইটি কষ্টি পাথরের মূর্তি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং তিন কেজি গান পাউডার।
আগস্ট মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৮৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ৯৮ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস