বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আবারও কন্যা সন্তান জন্ম নেয়ায় নবজাতককে পানিতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে গর্ভধারিণী মা মোছা. কোহিনুর বেগমের (২৫) বিরুদ্ধে।
সোমবার দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামে এ ঘটনা ঘটে। কোহিনুর বেগম নোহাইল গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ বছর আগে নোহাইল গ্রামের মো. আলালের ছেলে আব্দুর রশিদের সঙ্গে একই উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকাদম গ্রামের মো. সুলতান আলীর মেয়ে কোহিনুর বেগমের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর কোহিনুর একটি কন্যা সন্তানের জন্ম দেয়। রিয়ামনি নামে ওই কন্যা সন্তানের বয়স এখন ২ বছর।
পরিবারের লোকজন জানান, কারও কোনো অভিযোগ না থাকলেও কন্যা সন্তানের প্রতি ক্ষোভ মা কোহিনুর বেগমের। তাই আবার গর্ভবতী হলে সে এবার পুত্র সন্তানের বাসনা করে। কিন্তু গত সোমবার দুপুরে কোহিনুর বেগম জন্ম দেয় আরেকটি কন্যা সন্তান।
আবারও কন্যা সন্তান জন্ম নেয়ায় ক্ষোভে ফেটে পড়ে মা কোহিনুর। ফলে সোমবার দিবাগত রাতে সবার অগোচরে নবজাতক ওই কন্যা শিশুটিকে কাপড় মুড়িয়ে পানিতে ফেলে দিয়ে আত্মগোপন করে গর্ভধারিণী মা।
বাড়ির লোকজন কোহিনুর ও তার নবজাতক সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে নবজাতক শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। কিন্তু মা কোহিনুর বেগম তখনও নিখোঁজ ছিল।
পুলিশ খবর পেয়ে বাড়ির পাশের একটি বিল থেকে আত্মগোপন অবস্থায় রাতেই কোহিনুর বেগমকে আটক করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে ভর্তি করে।
কোহিনুর বেগমের স্বামী মো. আব্দুর রশিদ জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় বাড়িতে স্বাভাবিকভাবে তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। স্ত্রী-কন্যা সুস্থ থাকায় বিকালে তিনি অর্জুনাহার বাজারে যান। রাত ৮টায় ফিরে এসে দেখেন ঘরে নবজাতকসহ স্ত্রী নেই।
অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে উত্তর দিকে একটি পুকুরের পানিতে কাপড়সহ নবজাতক শিশুটি মৃত অবস্থায় পড়ে আছে।
বীরগঞ্জ থানার এসআই নিমাই কুমার রায় বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে জানতে পারি যে মাসহ একটি নবজাতক নিখোঁজ। আমরা তাৎক্ষণিকভাবে রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করি। এ সময় কোহিনুর বেগমকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নবী হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নবজাতকের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে কোহিনুর বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ে করেছেন।
বাংলা৭১নিউজ/এফআর