বিগত কয়েকদিনের ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার (৩০ জুন) দুপুরে হঠাৎ করেই আকাশে মেঘ জমে শুরু হয় বৃষ্টিপাত। এতে কিছুটা প্রশান্তি ফিরে পেয়েছেন নগরবাসী।
তবে রাজধানীতে যানজট আর হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা ও খেটে খাওয়া মানুষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর মগবাজার, রামপুরা, আগারগাঁও, ফার্মগেট এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত বেশিক্ষণ স্থায়ী হবে না। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে সাগরে লঘুচাপের প্রভাবে উপকূল জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ