শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জের মরদেহগুলো প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা মানবাধিকার সহায়তাই ওএইচসিএইচআর মিশন কার্যালয়ের মূল লক্ষ্য ‘পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই উপযুক্ত সময়’ চাঁদাবাজির অভিযোগে চাপের মুখে বিএনপি, দলীয় নিয়ন্ত্রণ কতটা? বাংলাদেশ সরকারের প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম নতুন বাংলাদেশে একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না: নাহিদ ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

ঢাকার বাতাসের মান আজ ‘সহনীয়’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ১৭তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৮১ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান সহনীয় পর্যায়ে রয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৮টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।

আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৫ গুণেরও বেশি রয়েছে। 

এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে কল্যাণপুর। এর পরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার, মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার, মহাখালীর আইসিডিডিআরবি এলাকা, ইস্টার্ন হাউজিং, বেচারাম দেউড়ি, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকা। এসব এলাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com