শনিবার, ১১ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নড়াইলে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ সকালের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা হায়দার আকবর খান রনো মারা গেছেন জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার যোগ্যতার স্বীকৃতি পেলো ফিলিস্তিন নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৭ নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে লরি, নিহত ২ শেষ দিনে ভিসার অপেক্ষায় ৩২ হাজার হজযাত্রী পৃথিবীতে আঘাত হানল শক্তিশালী সৌরঝড় ‘অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি’ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত অন্তত ৬০, নিখোঁজ আরও বহু ‘ইসরায়েলগামী’ ৩ জাহাজে হুথির ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা সিআইপি হলেন প্রাণ-আরএফএলের তিনজনসহ ১৮৪ ব্যবসায়ী হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত, আহত ৫০ জুয়া ও হুন্ডির কারণে মুদ্রাপাচার বাড়ছে: অর্থমন্ত্রী একনেকে সাড়ে ৫ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ডলারের দাম বাড়ায় আমদানিতে প্রভাব পড়বে না: সালমান এফ রহমান খোলাবাজারে ডলার ১২৫ টাকা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে ঝুলন্ত সেতু নির্মাণ

বাংলাদেশে আসা নিয়ে সিদ্ধান্তহীনতায় প্লাঙ্কেট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: এরই মধ্যে সবুজসংকেত দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগের সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইসিবির পরিচালক ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও আশাবাদী, ইংল্যান্ড পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে। তবে বাংলাদেশে আসা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট।

ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের নেতৃত্বে তিন সদস্যের নিরাপত্তা দল কদিন আগেই বাংলাদেশ ঘুরে যান। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার রাতে ইসিবি জানিয়ে দিয়েছে আগের সূচি অনুযায়ী বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। ইসিবির নিরাপত্তা দলের কথায় আস্থা থাকলেও বাংলাদেশ সফর নিয়ে কিছু প্রশ্ন আছে বছর খানেক ধরে ইংল্যান্ডের ওয়ানডে দলে নিয়মিত খেলা প্লাঙ্কেটের।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে সোমবার প্লাঙ্কেট বলেন, ‘বৈঠকে যা হয়েছিল, ছেলেরা এখনো সেটা বোঝার চেষ্টা করছে। আমি আরেকটু ভাবব সিরিজ শেষে (পাকিস্তান সিরিজ)। হয়তো আরো কিছু লোকের সঙ্গে কথা বলব আমি। তবে রেগের ওপর (রেগ ডিকাসন) ও তার কথায় আমার আস্থা আছে। সিরিজ শেষে আমি আরেকবার ভাবব।’

পরিবারের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন বলে জানালেন ইংলিশ পেসার, ‘পত্রিকা খুললেই দেখা যায় গোটা বিশ্বই এখন নানা সমস্যা, আমি তাই ঠিক জানি না। তবে সিরিজ শেষে আমি পরিবারের সঙ্গে কথা বলব, ভালোভাবে ভাবব, আরেকটু খতিয়ে দেখব, তারপর সিদ্ধান্ত নেব।’

২০১০ সালে বাংলাদেশে ইংল্যান্ডের সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে দলে ছিলেন প্লাঙ্কেট। বাংলাদেশ সম্পর্কে তাই তার ভালোই ধারণা আছে বলেও জানালেন, ‘বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। জানি সেটা কেমন। উপমহাদেশে আমি অনেকবারই গিয়েছি। আমার তাই আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। এরপর বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

এর আগে স্ট্রাউস জানিয়েছিলেন, বাংলাদেশ সফরের জন্য কাউকে জোর করা হবে না। তবে পুরো শক্তির ইংল্যান্ড দলই বাংলাদেশ সফর করবে বলে বিশ্বাস তার। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর কথাও বলেননি।

তথ্যসূত্র: ক্রিকইনফো, মেইল অনলাইন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com