বাংলা৭১নিউজ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে মেরেছে তার একমাত্র ছেলে।
সোমবার দিবাগত রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের ছেলে ঘাতক রাসেল রানা (২২) ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাইফুল ইসলামের স্ত্রী জানান, তার একমাত্র ছেলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। কথায় কথায় রেগে গিয়ে মারধর করত যে কাউকে। রাতে এমন হত্যাকাণ্ড ঘটাবে চিন্তাও করেননি তিনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে বলা যাবে কীভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ