বাংলা৭১নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) ।
আজ রবিবার স্থানীয় সময় সকাল সাতটায় নিউইয়র্কের নর্থ শোর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শহীদ কাদরী মারা যান বলে জানিয়েছেন কবিপত্নী নীরা কাদরী।
কবি শহীদ কাদরী প্রায় পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার জন্ম হয়েছিল ঢাকায় ১৯৪২ সালের ১৪ আগস্ট।
উচ্চ রক্তচাপ এবং তাপমাত্রাজনিত গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার নর্থ শোর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়।
এরমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে বুধবার জানিয়েছিলেন নীরা কাদরী।
পঞ্চাশ উত্তর বাংলা কবিতায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে কজন কবি উল্লেখযোগ্য তাদের মধ্য অন্যতম শহীদ কাদরী।
আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বদেশচেতনার পাশাপাশি বিশ্ব-নাগরিক বোধের সম্মিলন ঘটে তার কবিতায়।
‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ এবং ‘কোথাও কোন ক্রন্দন নেই’ এই চারটি কাব্যগ্রন্থ দিয়েই বাংলার জনপ্রিয় কবিদের একজন শহীদ কাদরী। ১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ একুশে পদক পান তিনি।
১৯৭৮ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে কবি। জার্মান, ইংল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তিনি।
বাংলা৭১নিউজ/এস