বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসরায়েল হামাস সংঘাত রাফার হাসপাতালগুলোও বন্ধ হওয়ার পথে এখন অনায়াসে ৫-৭ লাখ টন চাল রপ্তানি করতে পারবো: খাদ্যমন্ত্রী চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমানের এক পাইলট নিহত নায়ক সোহেল চৌধুরী হত্যা আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ সরকারি খরচে এবার হজে যাচ্ছেন ৬৩ জন শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী সব বিভাগে বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা বাড়বে চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ জন হজযাত্রী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন প্রকৌশলীদের পরিশ্রমের ফলেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি বাইডেনের হজযাত্রীদের আবেগ-অনুভূতিকে সম্মান দেখাতে হবে: ধর্মমন্ত্রী ব্রাজিলে ভয়াবহ বন্যায় মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গুলি, পুলিশ বলছে ‘মিসফায়ার’ বিদেশযাত্রায় দালালের দৌরাত্ম্য কমাতে দেওয়া হচ্ছে সাজা ও অর্থদণ্ড পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি দেশে সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী

‘ঝুট ব্যবসার বিরোধে বাড্ডায় চার খুন’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঝুট ব্যবসা নিয়ে বিরোধের কারণে রাজধানীর বাড্ডায় চারটি হত্যাকান্ড ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখা কাউন্টার টেরোরিজ অ্যন্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, মধ্যবাড্ডা আদর্শনগর এলাকার জনৈক জলিলের মালিকানাধীন স্টার গার্মেন্টসের ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে এলাকার দুটি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এক পক্ষের নেতা বাউল সুমন মারা যাওয়ার পর অন্য পক্ষ উক্ত গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গেলে বিরোধ পাকাপোক্ত হয় এবং হত্যার ঘটনা ঘটে।

এর আগে গতকাল শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল অভিযান চালিয়ে বাড্ডা থানার আদর্শ নগর এলাকায় চারজনকে হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ হারুনুর রশিদ জুয়েল (২৮), মো. মোজহিদুল ইসলাম (২১), মো. সাফায়েত উল্লাহ ওরফে সোহাগ (২৬), মো. রাহাত হোসেন কাব্য (১৮), মো. ইকবাল আহম্মেদ রানা (২৩) ও মো. শাহ পরান হোসেন রাজু (২১)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুইট পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ হারুনুর রশিদ জুয়েল এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী। তার দেয়া তথ্য মতে, গুলশান ও বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে তার অন্য পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অস্ত্র গুলি উদ্ধার সংক্রান্তে উল্লিখিত আসামীদের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলার পাশাপাশি অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে মনিরুল জানান।

গত বছর ১৩ আগস্ট বাড্ডার লিংক রোডের আদর্শনগরের ওয়াসার পানির পাম্পের পাশে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ক্ষমতাসীন দলের চার নেতাকর্মী গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক মারা যান। পরের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান গামা মারা যান। সর্বশেষ ওই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে আবদুস সালাম মারা যান।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুরের বাবা মতিউর রহমান ১৪ আগস্ট বাড্ডা থানায় ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। গত বছর এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হ। তাঁরা হলেন বাড্ডা থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. ফারুক ওরফে মিলন (৪০) ও দলের কর্মী নূর মোহাম্মদ (৩০)। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ কয়েক দিন আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com