বাংলা৭১নিউজ,(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাঁশঝাড়ের চৌকি থেকে মেহেরজান বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল ডাকঘরপাড়া গ্রাম থেকে থানা পুলিশ ও পিবিআই লাশ উদ্ধার করেছে।
নিহত গৃহবধূ ওই গ্রামের তাজির মামুদের মেয়ে ও দিনাজপুরের আইয়ুব আলীর স্ত্রী।
নিহতের ছেলে মিলন মিয়া জানান, তার মাসহ দু’জনে নানার বাড়িতে থাকেন। শনিবার রাতের খাবার শেষে তার মা মোবাইল ফোনে কথা বলেন। দোকানে নাটক দেখার কথা বলে বাড়ির বাইরে বেড়িয়ে যায়। পরে পাশের দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি।
তিনি জানান, রাতে খোঁজাখুঁজি করে কোথাও তার মায়ের সন্ধান মেলেনি। পরদিন সকালে এলাকার লোকজন আরবরের বাঁশঝাড়ের চৌকিতে রক্তমাখা কাপড় দেখে পুলিশকে খবর দেন। থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে এসে বাঁশঝাড়ের চৌকি থেকে তার মায়ের গলাকাটা লাশ উদ্ধার করেন।
মিলনের দাবি, কয়েকজন লোক মোবাইল ফোনে তার মাকে রাতে ডেকে নিয়ে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সংবাদ পেয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এমএস