রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার : ফাওজুল কবির টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি : পরিবেশ উপদেষ্টা পার্বত্য এলাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় সরকার আন্তরিক : পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে : নাহিদ শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল পুরোনো বন্দোবস্ত মচকে গেছে, কেন বললেন উপদেষ্টা মাহফুজ আলম?

সেনাবাহিনীর হাতে আটক হয়ে পুলিশের কাছ থেকে পালাল আসামি

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে পাচারকালে টিসিবির ২৫ বস্তা চালসহ ৩ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের কাইটাইল বাজার সংলগ্ন ওয়াহেদ ইটভাটার কাছ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, টিসিবির ডিলার পরিচালনাকারী শামছুল হক চ্যাম্পিয়ন, গাড়ি চালক আলম মিয়া ও মাহফুজ। তারা তিনজন উপজেলার চানগাঁও ইউনিয়নের বাসিন্দা।

আটকের পর অভিযুক্তদের পুলিশের নিকট সোপর্দ করে সেনাবাহিনী। কিন্তু ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার পথে টিসিবির ডিলার পরিচালনাকারী শামছুল হক চ্যাম্পিয়ন পালিয়ে গেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে,  শুক্রবার সন্ধ্যায় নায়েকপুর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির চাল কালোবাজারে বিক্রি করে দেন ডিলার। বিক্রি হওয়া ২৫ বস্তা চাল নেওয়ার সময় কাইটাইল বাজারের পাশে ওয়াহেদ ইটভাটায় জনতা আটক করে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। টিসিবির চাল কালোবাজারে বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে জব্দ হওয়া চাল ও ৩ জনকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে থানায় আসার পথে ডিলার পরিচালনাকারী শামছুল হক চ্যাম্পিয়ন মদন থানার এসআই সাইদুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, চাল কারসাজির ঘটনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা জড়িত থাকে।

যার কারণে কালবাজারি চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে। সেনাবাহিনী আটক করা অভিযুক্ত ব্যক্তি কি আসলেই পালিয়ে গেছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এমন প্রশ্ন তুলেছে অনেকেই। এ দিকে ওই ঘটনায় আটকদের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নায়েকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কৃষ্ণ চন্দ্র সরকার।
তিনি জানান, আমাকে সেনাবাহিনী ও পুলিশ বলছে মামলায় স্বাক্ষর দিতে। তাই আমি শুধু স্বাক্ষর দিয়েছি।
৩ জনকে আসামি করা হয়েছে। আসামিদের আমি চিনি না।এ ব্যাপারে এস আই সাইদুল ইসালম জানান, ‘আটককৃদের নিয়ে আসার পথে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে শামছুল হক চ্যাম্পিয়ন নামের একজন পালিয়ে যায়। আটকদের হাতে হাতকড়া ছিল কি না? এমন প্রশ্নের উত্তর তিনি দেন নি। এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, সরকারি চালসহ লোকজন আটক হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সেনাবাহিনী জব্দ করা চাল এবং ৩ ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। থানায় আসার পথে শামছুল হক চ্যাম্পিয়ন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনার মালার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com