বাংলা৭১নিউজ, ঢাকা: আজ দেশব্যাপী পেট্রল পাম্প ও ট্যাংক লরি ধর্মঘট চলছে। ১২ দফা বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হচ্ছে।
সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা সারা দেশের পেট্রল পাম্প বন্ধ থাকবে এবং ডিপো থেকে তেল তোলা হবে না। বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রল পাম্প এবং ট্যাংক লরি মালিক সমিতি শ্রমিক ঐক্য পরিষদ এ ঘোষণা দেয়।
এ প্রসঙ্গে পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এবং পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বাংলা৭১নিউজকে বলেন, ধর্মঘটের মতো কঠিন কর্মসূচি দিতে চাইনি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চেয়েছিলাম।
সে কারণে ৬ বছর কোনো কর্মসূচি দেয়া হয়নি। ৩ মাসের মধ্যে কমিশন বৃদ্ধিসহ অন্যান্য সিদ্ধান্ত গ্রহণের সরকারি প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ৬ বছরেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় জ্বালানি তেলের বিপণন ও পরিবহন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
ধর্মঘট চলাকালে দেশের সব পেট্রল পাম্প ও ট্যাংক লরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন, বিক্রয় ও বিপণন বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
১২ দফার মধ্যে রয়েছে- সওজ’র ইজারা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, ট্যাংক লরিতে পৃথক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে শ্রম মন্ত্রণালয়কে নতুন এসআরও জারি, বাস্তবতার নিরিখে তেল বিক্রির কমিশন নির্ধারণ এবং ট্যাংক লরি ভাড়া বৃদ্ধি, ট্যাংক লরি শ্রমিকদের ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা প্রণয়ন।
এছাড়াও দাবির মধ্যে আরও রয়েছে- ফেরিঘাটে ট্যাংক লরি পারাপারে অগ্রাধিকার, ভেজাল রোধে বেসরকারি রিফাইনারি থেকে তেল বিক্রি বন্ধ, পেট্রল পাম্প স্থাপনের নীতিমালার পুনর্বিন্যাস ইত্যাদি।
বাংলা৭১নিউজ/এস