শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছাতকে মসজিদের নামে জমি দখল নিয়ে গ্রামবাসীর উত্তেজনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(সুনামগঞ্জ)প্রতিনিধি: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সৈয়দগাঁও ইউনিয়নের বিলপার গ্রামে মসজিদের নামে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে বিলপার গ্রাম অশান্ত হয়ে উঠেছে। গ্রামবাসীর দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র জানায়, উপজেলার গোবিন্দগঞ্জের সৈয়দগাঁও ইউনিয়নের বিলপার গ্রামের রাধানগর মৌজার ৪০৬ নম্বর জেল এল এক নম্বর খতিয়ানে ২ হাজার ২১২ নম্বর দাগে সরকারি খাস গোপাট জমি রয়েছে। ওই জমির আশপাশে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমি, বসতবাড়ি আর পানি রয়েছে।

সেখানে মসজিদের নামে সাইনবোর্ড লাগিয়ে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি চক্র।

এ অবৈধ স্থাপনা নিমার্ণের কাজে গ্রামবাসী প্রতিবাদ করলে সেই চক্রটি হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রামে দুপক্ষের মধ্যে গত বৃহস্পতিবার সকাল থেকে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

জানা গেছে, খাল দখলে জড়িত জানিয়ে বিলপার গ্রামের আবু তাহের, জসিম উদ্দিন, বাবুল মিয়া, আব্দুল মতিন, ফিরোজ আলী, সিতাবুর রহমান, দুদু মিয়া ও রজব আলীসহ ৮ জনের নামে গত ২১ জানুয়ারি সুনামগঞ্জ জেলাপ্রশাসক ও উপজেলার নিবার্হী কর্মকতার কাছে অভিযোগ দায়ের করে গ্রামবাসী। গ্রামবাসীর পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ করেন একই গ্রামের বাসিন্দা আজম আলী।

জেলা প্রশাসক অভিযোগটি গ্রহণ করে তদন্ত ও রেকর্ড পযালোচনা করে তহসিলদারকে ব্যবস্থা নেয়ার নিদের্শ দেন।

তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৩ জানুয়ারি বিকালে ওই অবৈধ পাকা স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারও পাকা স্থাপনের কাজ শুরু করে সেই প্রভাবশালী চক্র।

এ ব্যাপারে জাহিদপুর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা প্রদীপ রঞ্জন দেব জানান, অভিযোগ প্রাপ্তির পর ঘটনার সত্যতা নিশ্চিত করি। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক কাজ বন্ধ করে দেয়া হয়। কিন্তু খাল দখলদাররা উপজেলা কর্তৃপক্ষের বিধিনিষেধ মানছেন না।

এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার সুনিয়া সুলতানা জানান, খাল দখলের অভিযোগটি তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বাংলা৭১নিউজ/জেআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com