বাংলা৭১নিউজ,টঙ্গী প্রতিনিধি: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।মোনাজাত পরিচালনা করতে পারেন ভারতের মাওলানা জামশেদ।
ফজরের নামাজের পর থেকেই ঈমান, আমল, আখলাক আর তাবলিগের ছয় উসুলের ওপর বাংলা ও উর্দুতে হেদায়েতি বয়ান চলছে।বয়ান আর লাখো মুসল্লির জিকিরে মুখর টুঙ্গির তুরাগ পাড়।৮৪টি খিত্তায় ভাগ হয়ে অবস্থান করছেন দেশি মুসল্লিরা। এর মধ্যে রয়েছেন ৩১ দেশের দেড় হাজারের মতো বিদেশি মেহমান। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে মুসল্লির সংখ্যা কয়েকগুণ বেড়েছে।
প্রথম পর্বের মতো ২য় পর্বেও রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আখেরি মোনাজাত উপলক্ষ্যে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর ধেকে জয়দেবপুর চৌরাস্তা, মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর থেকে বাইপাল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।ভোর রাত ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তায় এবং ঢাকার মহাখালী থেকে গাড়ি বন্ধ করে দেয়া হয়। উত্তরবঙ্গ থেকে আসা গাড়ি কোনাবাড়ি থেকে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া টঙ্গীমুখী সব শাখা সড়কগুলো বন্ধ আছে।পাশাপাশি বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করছে।
বাংলা৭১নিউজ/সি এইস