বাংলা৭১নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের টাইগারপাস এলাকার এক বাসা থেকে দুই সহদরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রেলওয়ে বস্তির একটি বাসা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছোট ভাইয়ের লাশের ওপর বড়ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের শরীরের কোথাও আঘাতের চিহ্ন না পেলেও তাদের মুখে ফেনা দেখা যায়। এ সময় তাদের বাসা থেকে সামান্য পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।
তবে প্রাথমিকভাবে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। দুই সহোদরের বাসা চট্টগ্রামের ইপিজেড এলাকায়। তারা মূলত রেলওয়ের জায়গা দখল করে বাসা ভাড়া দিয়েছিল। আর সেই বাসা ভাড়া তুলতেই বৃহস্পতিবার সকালে তারা টাইগারপাস এলাকায় এসেছিলো বলে জানিয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএইস