বাংলা৭১নিউজ,(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বইছে হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া। এতে বাতাস ও শীতে জুবুথুবু হয়ে পড়েছে জেলার জনজীবন। শৈত্যপ্রবাহের দাপটে বেড়েছে মানুষের দুর্ভোগ। তবে সব থেকে বেশি দুর্ভোগে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ জেলার একদম কাছেই হিমালয় অবস্থিত হওয়ায় প্রতিদিন ক্রমই তাপমাত্রা উঠা-নামা করছে। দেশের অন্য জেলার তুলনায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়া প্রবাহিত হওয়ার কারণে শীতের তীব্রতা অনেক বেশি পঞ্চগড়ে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, দিনের বেলা কিছু সময় সূর্যের দেখা গেলেও অব্যাহত থাকছে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া। রোববার সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিনের তুলনায় বাতাসের তীব্রতা অনেকটাই বেড়েছে।
বাংলা৭১নিউজ/এসআর