বাংলা৭১নিউজ,ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। সোমবার দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে এ ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে অনলাইনে রেজিস্ট্রেশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ সুযোগ উন্মুক্ত থাকবে। আসন সংখ্যা খালি থাকা সাপেক্ষে সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্নকারীরা অনুষ্ঠানে প্রবেশের সুযোগ পাবেন।
আগ্রহীরা www.event.mujib100.gov.bd ওয়েবসাইটে নাম, ই-মেইল, মোবাইল ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে খুব সহজেই নিবন্ধন করতে পারবেন।
আগামী ১০ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিববর্ষে’র কাউন্টডাউনের প্রধান ঘড়িটি থাকবে পুরনো বিমানবন্দরে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ ৮৩টি স্থানে থাকবে কাউন্টডাউন ঘড়ি।
বাংলা৭১নিউজ/পিআর