বাংলা৭১নিউজ,ডেস্ক: আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলমকে বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্ব থেকে অপসারণসহ বিভিন্ন দাবিতে ফের অস্থির হয়ে উঠেছে বেসরকারি এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। বিভিন্ন দাবিতে রোববার (৫ জানুয়ারি) প্রতিবাদ ও বিক্ষোভে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গত ৩১ ডিসেম্বর অধ্যাপক কাজী শরিফুল আলমকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দেয়া হয়েছিল। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে তালা ঝুলিয়ে অসহযোগ আন্দোলন করার কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
তারা জানান, পরদিন ১ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এইচ খান অডিটোরিয়ামে নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য ডক্টর ফজলে এলাহী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় শিক্ষার্থীরা অধ্যাপক কাজী শরিফুল আলমকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিতে লিখিত নোটিশ দাবি করেন।
তখন উপাচার্য ডক্টর ফজলে এলাহী এ দাবি মানতে অপারগতা প্রকাশ করেন এবং মৌখিকভাবে অধ্যাপক কাজী শরিফুল আলমকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ না করানোর চেষ্টা করবেন বলে জানান। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।
তাদের এ দাবি পূরণ না হওয়ায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
এ দাবিতে গত ৩০ ডিসেম্বর থেকে ক্লাস, পরীক্ষা বর্জনসহ সব ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেননি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে গত ৩১ ডিসেম্বর কাজী শরিফুল আলম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিলেও সেদিনেই গোপনে স্কুল অব বিজনেসের অধ্যাপক হিসেবে যোগদান করেন।
বাংলা৭১নিউজ/জেএইচ